ইউক্রেনের তেলের ডিপোতে হামলা করেছে রাশিয়া

0
277

খবর৭১ঃ রুশ সেনাবাহিনী ইউক্রেনে হামলা বৃদ্ধি করেছে। সামরিক, বেসামরিক স্থাপনার পর এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করছে রুশ সেনারা। রবিবার রাজধানী কিয়েভের দক্ষিণের প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি তেলের ডিপোতে হামলা চালায় রুশ সেনারা।

ইউক্রেনের সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারখিভের একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দাদের গ্যাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাড়ির বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জেলেনস্কি। বৃহস্পতিবার রুশ হামলা শুরু হওয়ার পরই জরুরি অবস্থা জারি করেছে সরকার। যদিও রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের সক্ষমতা সম্পর্কে সংশয় রয়েছে বিশ্লেষকদের।

তিন দিনের সংঘর্ষে প্রায় দুই লাখ মানুষ পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। যদি এ সংঘর্ষ বৃদ্ধি পায় তাহলে শরণার্থীর সংখ্যা ৪০ লাখ পার হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here