পাকিস্তানে যাচ্ছেন না রশিদ খান

0
449

খবর৭১ঃ  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আগামীকাল রোববার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। ফাইনাল ম্যাচের আগের দিন রশিদ খানকে নিয়ে গুজব ছড়িয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। তারা জানিয়েছে, পিএসএলের ফাইনালে খেলতে পারেন লাহোরের তারকা ক্রিকেটার রশিদ খান।

তবে বিষয়টি সত্যি নয়। দলের সঙ্গে বাংলাদেশ সফরে থাকা রশিদ খান জানিয়েছেন, পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন না তিনি। জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশেই থাকছেন এই লেগ স্পিনার।

এ মুহূর্তে রশিদ খান আছেন বাংলাদেশ সফরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাঁর দল বাংলাদেশে। আগামী সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের আগে আজ রশিদের পাকিস্তানে যাওয়ার খবর ছড়ায় জিও টিভিসহ একাদিক সংবাদমাধ্যম।

পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক উমর ফারুক কালসনও জানান, পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন রশিদ। টুইটারে তিনি লেখেন, ‘বড় খবর: পিএসএলের ফাইনালের জন্য রশিদ খানকে পাওয়ার চেষ্টা করছে লাহোর কালান্দার্স।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here