ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে এ্যাড. ইমদাদুল হক সেলিম কে সভাপতি মোঃ হারুন অর রশিদ কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
গত শনিবার (১৯ ফেব্রয়ারী) ২ ঘটিকায় পৌর সদরের সরকারী ফুলবাড়ীয়া পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলন প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জহিরুল হক খোকা । ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসাদ আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এর সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদ এমপি, মোঃ নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, ফাহীম গোলন্দাজ বাবেল এমি, জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ্যা. কবির উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক শামীম, মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, এ্যা. বদর উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম লিটন, রেজাউল হাসান বাবু, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট রাজ্জাক
এডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যে সকল প্রার্থীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন তাদের সকলের সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, ও রেমন্ড আরেং এবং জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় |
সমঝোতা বৈঠকে উভয় পদে প্রার্থীগন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন |
পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সকল প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক দিক বিবেচনা করেন
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য এড.ইমদাদুল হক সেলিমকে সভাপতি
এবং মোঃ হারুন-অর-রশিদ হারুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় | উল্লেখ্য ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে কাউন্সিলরা ভোটের মাধ্যমে আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট কে সভাপতি ও আলহাজ্ব মোঃ আঃ মালেক সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।