সৈয়দপুরে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শ্বশুর-পুত্রবধূ আটক

0
308

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শ্বশুর ও পুত্রবধূকে আটক করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়ার (আদর্শ পল্লী) নিজবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার মো. হারুন-অর-রশিদ (৬০) ও তাঁর পুত্র মো. ওয়ালিউল আলী সরকারের স্ত্রী মোছা. বিলকিস (৩৫)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকাল সাড়ে ৮ টার দিকে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিল্পী রানী মিস্ত্রীর নেতৃত্বে সংস্থাটির অভিযানিক দলের সদস্যরা ওই মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে। এরপর মাদক ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদকে আটক করলে কৌশলে পালিয়ে যাওয়ার চেস্টা করে তার পুত্রবধু মোছা.বিলকিছ। পরে ধাওয়া করে তাকেও আটক করা হয়। এসময় উপস্থিত লোকজনদের সামনে মাদক ব্যবসায়ী হারুন-অর রশিদের দেহ তল্লাশি করে তার পড়নে থাকা জ্যাকেটের পকেট থেকে ৪০০ পিস এবং পুত্রবধূ মোছা. বিলকিসের শয়ন কক্ষের স্টিলের আলমিরা তল্লাশি করে ৩৭০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ২ লাখ ৩১ হাজার টাকা। অভিযানকালে নীলফমারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুর রহিম, পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক, সহকারি উপ-পরিদর্শক অভিক দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান ইয়াবা উদ্ধারসহ ইয়াবা বিক্রির নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের আজই নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here