প্রকাশ্যে এলো ‘মুখোশ’

0
217

খবর৭১ঃ

বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সরকারি অনুদানে নির্মিত ইফতেখার শুভ’র প্রথম ছবি ‘মুখোশ’। করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। অবশেষে আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ‘মুখোশ’ এর ট্রেলার প্রকাশিত হয়েছে। আড়াই মিনিটের ট্রেলারে দর্শক গল্পের কিছুটা আঁচ পেলেন! যথারীতি প্রশংসা পাচ্ছে ট্রেলারটি।

সিনেমায় উচ্চাকাঙ্খী লেখক ইব্রাহিম খালেদীর চরিত্রে মোশাররফ করিম এবং সাংবাদিক চরিত্রে পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে! মোশাররফ করিমের সঙ্গে পরীমনির জটিলতা, সম্পর্ক বুঝতে ‘মুখোশ’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

এরআগে নির্মাতা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘মুখোশ সিনেমার গান ট্রেলার ভালো না লাগলে হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই।’

নির্মাতার এই আত্মবিশ্বাসের কারণ ট্রেলারের ঘরে দর্শকের মন্তব্য দেখলে কিছুটা আঁচ পাওয়া সম্ভব। প্রায় সবাই মুখোশ এর ট্রেলার পছন্দ করছেন।

‘মুখোশ’ এ মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রোশান, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

এর আগে ‘মুখোশ’ এর টাইটেল সং প্রকাশ হয়। গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে। পরিচালকের ‘পেইজ নম্বর ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here