বিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ভিত্তি প্রস্তর স্থাপন

0
176

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ঐতিহ্যবাহী প্রাণের সংগঠন বিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এ উপলক্ষ্যে বিরামপুর প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকা বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,উপজেলা ভাইস মেসবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও প্রেসক্লাবের নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেসবাউল হক, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রেসক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মোঃ মেসবাউল হক। আলোচনা সভা শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দসহ প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here