মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারী জেলার সৈয়দপুরে পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের চারশত দরিদ্র শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
আজ মঙ্গলবার সকালে শহরের ঢেলাপীর এলাকার উত্তরা আবাসনে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের মুক্তধারা ডাম ইউসিএলসি‘তে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। এছাড়া পৌর এলাকার হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি, বাঁশবাড়িতে ধ্রুবতারা ডাম ইউসিএলসি, কয়া বাঁশবাড়িতে আশার আলো ডাম ইউসিএলসি ও মুন্সিপাড়ার উদয়ন ডাম ইউসিএলসিতে শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হয় শীতবস্ত্র ।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. শাহীন হোসেন, পৌর কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিহা সুলতানা ও ইয়াছমিন পারভীন, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, বীরমুক্তিযোদ্ধা মো. জিকরুল হক, বীরমুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর অফিসের ফিল্ড ম্যানেজার মোঃ আব্দুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, টেকনিকাল অফিসার বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট সুপারভাইজার আকাইদ মোল্যা, আনোয়ারুল ইসলাম, শিরিন আক্তার, নির্মলা রানী রায় ও বিষুু মোল্যা প্রমুখ।