শার্শা’য় ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

0
224

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শার্শা’য় উপজেলা ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ভ্যাক্সিনেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ডিহি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান মুকুল, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here