দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম ও সাধারণ সম্পাদক মশিহুর

0
258

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান।

(৩০জানুয়ারি) রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক।

ভোট গণনা শেষে ১৭ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন,তার নিকটতম প্রতিদ্বন্দী আবু তাহের ইসলাম পেয়েছেন ১০ ভোট ও ফরিদ হোসেন পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সহকারী অধ্যাপক মশিহুর রহমান,তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। যুগ্ন-সাধারণ পদে আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী মাজারুল ইসলাম তামিম পেয়েছেন ১৪ ভোট।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ নুরুল হক, সহ-সভাপতি পদে এসএম মাসুদ রানা ও জালাল উদ্দীন রুমী, সাংগঠনিক সম্পাদক পদে এবিএম মুসা,অর্থ ও দপ্তর সম্পাদক পদে শাহ আলম মন্ডল, প্রচার সম্পাদক পদে সেকেন্দার আলী, কার্যকারী সদস্য পদে ড.এনামুল হক, আঃ রশীদ, মাহাবুব রহমান,নজরুল ইসলাম, রায়হান কবির চপল ও পবন কুমার শীল আঃ রউফ সোহেল বিনা প্রতিদন্দিতায় বিজয়ী হোন।

নির্বাচনে প্রেসক্লাবের ৩০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here