সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

0
205
সারাদেশে জেঁকে বসেছে শীত

খবর৭১ঃ  দেশের সর্বনিম্ন তাপমাত্রা বুধবার (১৯ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এদিন সকালে জেলায় তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রী সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে শীতে কাবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তোফাজ্জেল হোসেন জানান, দিনাজপুরে বুধবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

আজ রংপুর ১২.৩, সৈয়দপুরে ১১.২, রাজারহাট ১২, ডিমলায় ১১.৮, বদলগাছিতে ১০.২, যশোরে ১২.৪, চুয়াডাঙ্গায় ১০.৭, রাজশাহীতে ১১, শ্রীমঙ্গলে ১৩.৪, বগুড়ায় ১০.৭, তেঁতুলিয়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here