ঝালকাঠিতে এমপি হারুনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
277

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এমপির বাসভবন থেকে এ কম্বল বিতরণ করা হয়। এমপির দুই ছেলে নাহিয়ান হারুন ও মাহি হারুন অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণের খবর শুনে সকাল থেকেই শীতার্ত শত শত মানুষ ভির করে এমপি বজলুল হক হারুনের বাসভবনে। এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূল ইসলাম খলিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here