জবি উপাচার্য ও ট্রেজারারের সাথে যশোর জেলা ছাত্রকল্যাণের শুভেচ্ছা বিনিময়

0
581

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃত্বরা।

আজ রবিবার (১০ জানুয়ারি) ছাত্রকল্যাণের সভাপতি সাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক রকি আহমেদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, করোনা মহামারীর সময় সকল শিক্ষার্থীদের যেমন সচেতন থাকতে হবে, তেমন অন্যকেও সচেতন করতে হবে। আমরা তোমাদের মঙ্গল কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ঐতিহ্যবাহী জেলা যশোর। সেখান থেকে অনেক নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। তোমাদের সকলের জন্য শুভ কামনা রইলো।

এছাড়া এদিন ছাত্রকল্যাণ পরিষদ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ জবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here