খবর৭১ঃ রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে গত ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
রাজকীয় ওই বিয়ের আসরে হাজির ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা।
ভিক্যাটের রাজকীয় বিয়ের বেশ কিছু ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদের মধ্যে কয়েকটি ছবি ভারতীয় নেটিজেনদের মনে ধরেছে বেশ।
ক্যাটরিনার ৭ ভাইবোনকে এক ছবিতে দেখা যাচ্ছে। সবার মধ্যমণি হয়ে আছেন অভিনেত্রীর মা সুজান টারকোটে।
ছবিতে রয়েছেন ক্যাটরিনার বোন স্টেফেনি টারকোট, মেলিসা টারকোট, সোনিয়া টারকোট, ক্রিশ্চিন স্পেনসার, নাতাশা টারকোট, ইসাবেল।
আরও একটি ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার তিন বোন ও এক ভাই।
আরেকটি ছবিতে ক্যাটরিনার বোন নাতাশা ও তার স্বামী মাইক ও গরম্যান।
ক্যাটরিনার এই বোন তাদের ভাইবোনদের মধ্যে তৃতীয়। নাতাশা পেশায় একজন জুয়েলারি ডিজাইনার।
আরও একটি ছবিতে দেখা যাচ্ছে— ক্যাটরিনার বড় ভাই সাবাস্টিয়ান লরেন মিশেলকে।
পেশায় ফার্নিচার ডিজাইনার তিনি।