করোনা: পবিত্র কাবাঘরে বিধিনিষেধ জোরদার

0
433

খবর৭১ঃ সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে পবিত্র কাবা শরীফ এলাকায় সামাজিক বিধিনিষেধ জোরদার করা হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, করোনা সংক্রমণ রোধে কাবা শরীফ এলাকা ও আশেপাশের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করা হবে।

কর্তৃপক্ষের নির্দেশনায় আরও বলা হয়, নতুন করে আবারও দেশটির ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন কোটি মানুষের দেশ সৌদি আরবে এ পর্যন্ত ৫৫৪,০০০ এরও বেশি করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এছাড়াও ৮,৮৭৪ জনের মৃত্যুর রেকর্ড করেছে।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here