শেখ কাজিম উদ্দিন, বেনাপোল :: বেনাপোল স্থলবন্দরে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা কর্মচারীর এক সম্প্রীতির বৈঠকে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুদ্ধাচার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশ নেয় বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজা, নাভারন পুলিশের সার্কেল এএসপি জুয়েল ইমরান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব আমিনুল ইসলাম ও বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার।
উক্ত কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ শুদ্ধাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসাথে সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যম যারা কর্মক্ষেত্রে অবদান রাখছে তাদেরকে আরো উৎসাহিত করতে প্রতিবছর পুরস্কৃত করার মতামত ব্যক্ত করা হয়। এ আয়োজন বানিজ্য সম্প্রসারন ্ও আমদানিকারকদের সেবাসহ সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।