মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

0
241

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বারৈয়ারহাটে ট্রেনের ধাক্কায় মো. বাবুল হোসেন (৫২) নামে বেসরকারি ব্যাংকের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বারৈয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সে রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিল। এসময় ডাউন লাইনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আমরা রেলওয়ে (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here