মদনে বাস চাপায় প্রাণ গেল এইচ এস সি পরিক্ষার্থীর

0
366

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বাস চাপায় রিয়াদ হোসেন (২০) নামের এক এইচ এস সি পরিক্ষার্থী মারা গেছে। রবিবার রাতে নেত্রকোনা-মদন সড়কের মদন ফারায় সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন মদন উপজেলা শ্রমিক ইউনিয়ের সভাপতি মাজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, রিয়াদ হোসেন চলতি এইচ এস সি পরিক্ষার্থী। রবিবার রাত ৮ টার দিকে রূপক নামের এক বন্ধুকে নিজের মোটরসাইকেল করে বাড়ি পৌঁছে দিতে যায় সে। মদন ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে একটি বাস পিছন থেকে তাদের চাপা দেয়। এতে রিয়াদ হোসেন ও রূপক দুজনেই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে রিয়াদ হোসেন কে মৃত ঘোষনা করেন।

রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here