খবর ৭১: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার সড়কে অবস্থান করেছে শিক্ষার্থীরা। এসময় তারা নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-২৭ রাপা প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।
শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কারণে ধানমন্ডিজুড়ে জানযটের সৃষ্টি হয়েছে
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর প্রতিবাদে সড়কে অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। সেখানে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।