তালায় কপোতাক্ষ নদের ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

0
332

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় ৮০ মিটার ব্রিজ ও ৪৪ মিটার ভায়াডাক্ট নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে মাগুরা বাজার-ইসলামকাটি ইউপি অফিস সড়কে ২১৫০ মিটার চেইনেজে কপোতাক্ষ নদের উপর ৮০ মিটার ব্রিজ ও ৪৪ মিটার ভায়াডাক্ট নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ী, সাতক্ষীরা নির্বাহী কৌশলী নারায়ন চন্দ্র সরকার, খলিলনগর ইউপির চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক হিরন্ময় মন্ডল, আওয়ামী লীগের নেতা কাজী মারুফ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here