খবর৭১ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক কাজে গতিশীলতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে নবগঠিত ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় টুংগীপাড়ায় নবগঠিত পর্ষদের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একই সময় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।
‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ এর পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের সদস্য সাইদুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), মোঃ আফজাল হোসেন (এনটিভি), মাহবুবুল আম্বিয়া (স্বাধীন বাংলা), মিজানুর রহমান মাসুদ (ঢাকা ট্রিবিউন), এনামুল হক সোহেল (আজকের বরিশাল), শারমিন সুলতানা মিতু (সরেজমিন বার্তা), এম এ আকরাম (নয়া দিগন্ত), সোহাগ আরেফিন (অন্যদিগন্ত), জুয়েল খন্দকার (সংবাদ টিভি), মোহাম্মদ আলী সুমন, নান্টু লাল দাস।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মিরাজ মাহমুদ( সহ সভাপতি), রিয়াজুল ইসলাম বাচ্চু(সহ আইটি সম্পাদক), সাবরিনা জেরিন, আব্দুল্লাহ আল মামুন, খালেকুজ্জামান পান্নু, ইসলাম, লিপি শাহজী, আব্দুর রহিম, ইয়াসিন, কবির নেওয়াজ, ইউসুফ আলী খান, সোহাগ, নাসরুল্লাহ আল কাফি প্রমুখ।
এর আগে গত ৮ নভেম্বর বিএমএসএফ’র মতিঝিলের অফিসে ১৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
উল্লেখ্য, বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ‘সর্বোচ্চ পরিচালনা পর্ষদ’ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।