পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
530

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি জিয়াউর রহমান, গাইনী সার্জন ডাঃ সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী হাফিজুর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধিনিষেধ নিশ্চিত করা, মাদক ও নোটারী পাবলিকের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ, তদন্ত পূর্বক মামলা গ্রহণ, চাঁদখালী বাজারের শৃংখলা নিশ্চিত করা, স্লুইচ গেটের সরকারি খালের বাঁধ অপসারণ, গড়ইখালী এলাকার গরু চুরি রোধ, মোবাইল ও কেরাম খেলার মাধ্যমে জুয়া খেলা বন্ধ, জিরোপয়েন্ট এলাকায় সড়কের উপর বাস রাখা বন্ধ ও যানজট নিরসন, শান্তিপূর্ণ পরিবেশে হরিঢালী ইউপি নির্বাচন এবং কালিপূজা সম্পন্ন করা ও অতিথি পাখি শিকার বন্ধ করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here