গুচ্ছের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
453

খবর৭১ঃ

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।

সমন্বিত ভর্তিসংক্রান্ত তথ্যের অফিশিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার (https://gstadmission.ac.bd) ফল এ প্রকাশ করা হয়।

গত রবিবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে মানবিক বিভাগ থেকে ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এব্যাপারে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সব শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর প্রকাশ করেছি। সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো আলাদা করে ভর্তি নির্দেশিকা প্রকাশ করে, সে অনুযায়ী স্কোরের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here