জগন্নাথপুরে হামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাসহ আহত-৩

0
394

জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিম পাড়া এলাকার মৃত সালাহ উদ্দিনের মেয়ে তেরাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাজেদা আক্তার শিপা (২৪), মিজানুর রহমান শিপনের স্ত্রী ফাতেমা আক্তার শিবলী (৩২) ও নাছিমা ফারহানা কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান শিপন (৩৫)। আহতদের কে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাজেদা আক্তার শিপার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। মিজানুর রহমান শিপন জানান, হবিবপুর পশ্চিম পাড়া এলাকার মৃত তন্জব আলীর ছেলে সুরুর আলীর সাথে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৮টায় আমার বোন মাজেদা আক্তার শিপা আমাদের পার্শবর্তী আনছার মিয়ার বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষ সুরুর আলী ও তার পুত্র সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম দেশীয় অস্র সস্রে সজ্জিত হয়ে আমার বোন মাজেদা আক্তার শিপার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের রামদার আঘাতে মাথার সামনে কাটা গুরুতর জখম হয়। তার আর্তচিৎকারে আমি ও আমার স্ত্রী ফাতেমা আক্তার শিবলী এগিয়ে আসলে হামলাকারীরা আমাদের উপর হামলা চালায়। আমাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে উদ্ধার করেন। পরে আমরা আত্মীয় স্বজনের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মিজানুর রহমান শিপন বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here