জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

0
635

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শহিদুল ইসলামঃ ১৪ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ্সমবেশটি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে সকাল ১০টায় কৃষি অফিস হলরুমে এক আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুহুল আমিনের স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার। অনুষ্ঠানে উপজেলা কৃষি ্অফিসের পক্ষ থেকে কৃষকদের ইঁদুর নিধনে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ ইঁদুর নিধনে লেজ সংগ্রহকারীকে একটি স্মার্টফোন পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।সমাবেশে প্রায় ৫০ জন কৃষক- কৃষানি উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে উপজেলা ইঁদুর নিধন অভিযান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশা একটি ইঁদুর মেরে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here