নড়াইলে এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত

0
289

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী জাতীয় ও স্থনীয় পর্যায়ে আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো: রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here