খবর৭১ঃ মিজোরামের পর কর্নাটকেও মিলল করোনার নতুন রূপ ‘ইটা’র সংক্রমণের তথ্য। এর ডেল্টার সংক্রমণও ভারতে ঘটেছিল। গত বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করে কর্নাটক সরকার। তবে কর্নাটক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার ইটা রূপ নিয়ে এখনও চিন্তার কিছু ঘটেনি।
সপ্তাহ দুয়েক আগে মেঙ্গালুরুর এক বাসিন্দার শারীরিক অসুস্থতা শুরু হয়। তারপর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা রূপে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে ‘জিনোম সিকোয়েন্সিং’ করতে কিছুটা সময় লাগে। তাই ইটা’র উপস্থিতি জানতে কিছুটা সময় লাগে। ভারতে নতুন নয় করোনার এই রূপ।
প্রথমে মিজোরামে এই রূপের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে সেই সংক্রমণ ছড়ায়নি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও সংক্রমণের খোঁজ মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের। ২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি। -আনন্দবাজার পত্রিকা।