১১ রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

0
182

খবর৭১ঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া।

মিরপুর শেরেবাংলায় মঙ্গলবার সন্ধ্য ৬টায় শুরু হয়েছে খেলা।

আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয় অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অধিনায়কের পরিকল্পনা দুর্দান্তভাবে বাস্তবায়ন করেছে অস্ট্রেলিয় বোলাররা। ৪৭টি ডট বল দিতে পেরেছে তারা।

টি-টোয়েন্টিতে ৪৭ বল ডট অকল্পনীয়। যে কারণে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।

১৩২ রানের মামুলি লক্ষ্যে তাড়ায় অবশ্য প্রথমেই উইকেট হারিয়েছে সফরকারীরা।

এক কথায় দারুণ শুরু করেছে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে দিলেন মেহেদি হাসান।

রাউন্ড দা উইকেটে অফ স্টাম্পে লেংথ ডেলিভারি করেন মেহেদি। বল অ্যাঙ্গেলে ঢোকে কেয়ারির ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দেয়।

শূন্য রানে সাজঘরে ফেরেন অ্যালেক্স কেয়ারি।

দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয় শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। নাসুমের শর্ট বলে পুল করে ছক্কা মারেন জশ ফিলিপি। পরের বলে নেন দুই রান। এরপর বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড তিনি

নাসুমের ফ্লাইটেড বল টার্ন করে বেরিয়ে যায় ফিলিপির ব্যাটের পাশ দিয়ে। বল গ্লাভসে জমিয়ে চোখের পলকে বেল উড়িয়ে দেন কিপার নুরুল হাসান সোহান।

৫ বলে ৯ রানে আউট ফিলিপি।

এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৪.১ ওভারে ৩ উইকেটে ২১ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here