উত্তর কোরিয়ায় তেল সরবরাহকারী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

0
342

খবর৭১ঃ উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করার জন্য সিঙ্গাপুরের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে জাহাজটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এম/টি কারেইজাস নামের জাহাজটি জব্দ করার জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দেয় নিউইয়র্কের একটি আদালত ।

সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোয়েক কি সেং এর মালিকানাধীন ট্যাংকার জাহাজটি দুই হাজার ৭৩৪ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার জাহাজে তেল স্থানান্তরের কাজে জাহাজটি ব্যবহার করা হত।উত্তর কোরিয়ার ওপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটিতে গোপনে পণ্য সরবরাহ করার অপরাধে এবং অর্থ পাচারের অভিযোগে জাহাজটির মালিক কোয়েক কি সেং এর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here