লাইফ সাপোর্টে ফকির আলমগীর

0
275

খবর৭১ঃ করোনায় আক্রান্ত দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবণতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে শিল্পীকে।

রোববার রাতে গণমাধ্যমকে বাবার শারীরিক অবস্থার বিষয়ে এ তথ্য দেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়ে মাশুক বলেন, রাত ১০টার আগে বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে আসে। চিকিৎসকেরা তাকে দ্রুত ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে বাবা অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।

এর আগে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ফকির আলমগীরের ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত হয়েছে। যে কারণে নল দিয়ে তাকে তরল খাবার দিতে হচ্ছে।

গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফকির আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে।

এ শিল্পীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে অনেককেই তার রুহের মাগফিরাত কামনা করতে দেখা গেছে।

ফেসবুকের এসব পোস্টের বিষয়ে গত শুক্রবার শিল্পীর স্ত্রী সুরাইয়া আলমগীর জানিয়েছিলেন, ফকির আলমগীর বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। গুজবে কেউ কান দেবেন না।আইসিইউতে থাকলেও তার চেতনা আছে।

ফকির আলমগীরের জন্য যে প্লাজমা দরকার ছিল তা পাওয়া গেছে বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন মাশুক আলমগীর।

তিনি সেদিন বলেছিলেন, তার বাবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজেই হেঁটে বাথরুমে গিয়েছেন।

দুদিন পর হঠাৎই শারীরিক অবস্থার ফের অবনতি ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here