রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির সদর উপজেলার নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী ইউপি চেয়ারম্যানগনকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেয়া চেয়ারম্যনগন হলেন- বাসন্ডা ইউনিয়নের মোবারক হোসেন মল্লিক, নবগ্রামের মজিবুল হক আকন্দ, শেখেরহাটের নুরুল আমিন খান সুরুজ, গাভারামচন্দ্রপুরের গোলাম মাওলা শেরওয়ানী, গাবখান ধানসিঁড়ির আবুল কাশেম মাসুম, কেওড়ার আবু সাঈদ খান, নথুল্লাবাদের নুজরুল ইসলাম জাহাঙ্গির, কীত্তিপাশার আব্দুর রহিম ও বিনয়কাঠির মঈন উদ্দিন পলাশ। এদের মধ্যে আটজনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে এবং কীত্তিপাশা ইউপির আব্দুর রহীম স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২১ জুন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানগনকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দিয়ে পরিষদের নতুন সদস্য হিসেবে বরণ করে নেন।