স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৮৬০ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ৫০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার(১৩ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩১ জন, মোল্লাহাটে ২০, ফকিরহাটে ১৪, মোড়েলগঞ্জে ৩, মোংলায় ১১, কচুয়ায় ৫, রামপালে ৭ এবং শরণখোলায় ৮ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে একজন। যদিও এটা সংখ্যার দিক দিয়ে কম। তবুও সংক্রমন কমেছে বলা যায় না। কারণ দুই একদিন শনাক্তের সংখ্যা কমলেও প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে শনাক্ত রোগী। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।