খবর৭১: গত বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন লাক্স তারকা মুমতাহিনা টয়া। সম্প্রতি নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যেখানে তাকে পাওয়া যাবে রূপহীন নতুন রূপে।
‘রূপ’ নামের স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এদিকে স্বল্পদৈর্ঘ্য ছবিতে সাফল্যের পর স্বভাবতই প্রশ্ন আসে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কবে নাম লেখাচ্ছেন তিনি।
এই প্রশ্নের জবাবে বিস্ফোরক তথ্য দিলেন টয়া। একেত ইতমধ্যে পূর্ণদৈর্ঘ্য ছবিতে তিনি কাজ করেছেন, আবার সেই ছবির কাজ শেষের দিকেও। খবরটা গণমাধ্যমকে আড়াল করেই শুটিং করেছেন টয়া।
ছবির নাম ‘বেঙ্গলি বিউটি’। পূর্ণদৈর্ঘ্য এ ছবিটি নির্মাণ করা হচ্ছে ইউরোপ-মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে। সে অনুযায়ী ‘টরোন্টো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন টয়া। এটি পরিচালনা করছেন রাশান নূর। এতে টয়ার পাশাপাশি পরিচালক নিজেও অভিনয় করছেন।
প্রাথমিক অবস্থায় ছবিটির প্রচারণায় বিমুখতা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। এ প্রসঙ্গে টয়া বলেন, ‘প্রথম বারের মতো বড় পর্দায় কাজ করছি। বিষয়টা আমার জন্য স্মরণীয়। অথচ বিষয়টা কারো কাছে শেয়ার করতে পারিনি। ছবির প্রোডাকশনের পক্ষ থেকে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। সিদ্ধান্ত ছিল, ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আমার অভিনয়ের ব্যাপারটা জানান দেয়ার।
টয়া বললেন, ‘আমাদের কাজ তো অর্ধেক প্রায় শেষ। উত্তরা, বাংলাদেশ বেতারের পুরনো অফিস, শাহবাগ, বনানী, পুরানা পল্টনের বিভিন্ন লোকেশনে কাজটি করছি। আশা করছি দু’এক দিনের মধ্যেই শেষ হবে।’
জানালেন, এতে পুরনো দিনের একটা পটভূমিতে দেখা যাবে তাকে। গল্পটাও অনেক আগের। এছাড়া ঢাকার পুরনো চিত্রও উঠে আসবে।
এদিকে ‘টরোন্টো চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক মুক্তির পর ঢাকার পর্দায়ও এটি দেখানো হবে।
খবর৭১/এস: