খবর৭১ঃ
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করেন ইসরাইলের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। ছবি: এএফপি
ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইসরাইলের শীর্ষ এই কূটনৈতিক এমন মন্তব্য করেন।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশে ইহুদি রাষ্ট্রের এটি ‘প্রথম দূতাবাস’।
গত বছরের আগস্টে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান মরক্কো ইসরাইলের সঙ্গে চুক্তি করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে ওই চুক্তি হয়। এই চুক্তির পর ফিলিস্তিনিরা দুঃখ প্রকাশ করে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের পিঠে ছুরি মারার সমান।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দূতাবাস উদ্বোধন করে ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ একটি টুইট করেন। এতে তিনি আমিরাতের যুব এবং সংস্কৃতিমন্ত্রী নৌরা আল কাবির সঙ্গে ফিতা কাটার ছবি দেন।
এর আগে ইসরাইলের মন্ত্রীরা সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। কিন্তু নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এবং সব থেকে সিনিয়র ব্যক্তি হিসেবে ইয়ার লাপিদ আমিরাত ভ্রমণ করছেন।
সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস উদ্বোধন করে ইসরাইলের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি চায়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে। মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, এটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। আমরা মধ্যপ্রাচ্যেই থাকব। এসময় তিনি অঞ্চলের সকল দেশের প্রতি ইসরাইলকে স্বীকৃতি এবং তাদের সঙ্গে সংলাপের আহ্বান জানান।