বাগেরহাট ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
524

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে ১৯২ পিস ইয়াবাসহ মোঃ মাহমুদ ঢালী(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার (২৬ জুন) দুপুরে জেলার ফকিরহাট থানাধীন ফকিরহাট টু গৌরম্ভা পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মুঠোফোন এবং ০২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আটক মোঃ মাহমুদ ঢালী ফকিরহাট উপজেলার দিয়াপাড়া এলাকার মোঃ মোসলেম ঢালীর ছেলে।সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহমুদ আলীকে আটক করে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here