মদনে শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

0
241

আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনের পল্লীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় রাজিব বর্মন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে মদন থানায় ধর্ষণের মামলা করছে শিশুটির মা। শিশুটির মা (২৪ জুন) বৃহস্পতিবার সকালে বাদি হয়ে মদন থানায় ধর্ষক রাজিব বর্মনকে আসামি করে এই ধর্ষণ মামলা দায়ের করেন।

মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। রাজিব বর্মন হাজরাগাতী গ্রামের রাখাল চন্দ্র বর্মনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। (২৩ জুন) মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি নিজ ঘরের পিছনে টিউবওয়েলে পানি আনতে যায়। সেখানে পূর্ব থেকে উৎ পেতে থাকে বখাটে রাজিব বর্মন শিশুটিকে একা পেয়ে ঝাপটে ধরে মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা বাহিরে গিয়ে এ ঘটনা দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে রাজিব পালিয়ে যায়।

শিশুটির মা অর্চনা রানী বর্মন বলেন, আমার শিশু মেয়েটিকে রাজিব ধর্ষণের চেষ্টা করে। আমি তার বিরুদ্ধে মদন থানায় ধষর্ণের মামলা করেছি। আমি এর বিচার চাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম বলেন, ছাত্রী ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here