বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লি. রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠিত

0
218

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেড রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বেসিক ব্যাংক লিমিটেড। আর এতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গঠিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেড। এ সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির গঠিত হয়েছে। রংপুর বিভাগের তিনটি শাখা ও একটি উপশাখার কর্মকর্তাদের নিয়ে এ বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে বেসিক ব্যাংক লি. রংপুর শাখার মো. সাজেদুজ্জামানকে আহবায়ক এবং দিনাজপুরের পাবর্তীপুর উপশাখার নলিনী কান্ত বর্মণকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুন) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. শংকর তালুকদার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক পত্রে সংগঠনের রংপুর বিভাগীয় শাখায় কমিটিকে অনুমোদন দেয়া হয়।
রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক মো. সাজেদুজ্জামান তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমিটি প্রকাশে জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ নির্বাচিতদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বেসিক ব্যাংক একটি শতভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক এবং এর সেবা সর্বোৎকৃষ্ট। বেসিক ব্যাংকের উন্নয়নে আমরা বদ্ধপরিকর। সেই সঙ্গে তিনি সবাইকে এ রাষ্ট্রমালিকাধীন ব্যাংকে আসার এবং সেবা গ্রহণ করার উদাত্ত আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here