মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নতুন করারোপ ছাড়াই মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার ২০২১-২২অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র সাইফুল ইসলাম সাইফ ১৭ কোটি ৫১লাখ ৯৭ হাজার ৪০৮ টাকার বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ২কোটি ৮লাখ ৬৬ হাজার ৫৭৩
টাকা ও উন্নয়ন আয় ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৩৫ টাকা ধরা হয়েছে। এ ছাড়া ওই দুই খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭
লাখ ২৫ হাজার টাকা এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২১ লাখ ৪১ হাজার ৫৭৩ টাকা। উন্নয়ন ব্যয় ১৫ কোটি ৩০ লাখ টাকা। উন্নয়ন উদ্বৃত্ত ১৩ লাখ ৩০ হাজার ৮৩৫ টাকা। পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ
এর সভাপতিত্বে ঘোষিত বাজেটের উপর আলোচনা করেন, প্রভাষক সিদ্দিকুর রহমান, প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরী
প্রমূখ। বাজেট সভায় পৌর সচিব জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র পার্থনাথ বৈশ্য সজল, তাহমিন আরা বেগম, দিলোয়ার হাসান সৈকতসহ কাউন্সিলরগণ, পৌর কর্মচারী, এলাকারগণ্যমাণ্য ব্যাক্তিবগসহ প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।