ঝালকাঠিতে রাইস গ্রীইন ভ্যালু চেইন এ্যাক্টরস মিটিং অনুষ্ঠিত

0
328

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি ঃ জিংক সমৃদ্ধ চালের ভাত গ্রহনের মাধ্যমে মানব শরীরে জিংকের চাহিদা পূরনের লক্ষে ধান উৎপাদন, চাল প্রকৃয়াজাত করণ ও বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ঝালকাঠেতে রাইস গ্রীন ভ্যালুচেইন এ্যাক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কৃষক, ধানের আড়ৎদার, চাল মিল মালিক, পাইকারি চাল বিক্রেতা, বিভিন্ন সুপারসপের ব্যাবস্থাপনা পরিচালকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফজলুল হক, অন্যান্যের মধ্যে সুখের সম্বনয়কারি ম. জাহিদুল আলীম সেলিম ,জেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহম্মেদ,জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। হারভেষ্ট প্লাস বাংলদেশ এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ এর আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here