সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0
348

সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুরের পল্লীতে শিশু কন্যাকে ধর্ষণ মামলার আসামী মাহাবুব ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়াস্থ আসামীর বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সুত্র জানায়, গত মঙ্গলবার থানায় মামলার পর ওই আসামি পলাতক ছিল। পরে সোর্সের দেয়া খবরে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক ইন্দ্র মোহনের নেতৃত্বে পুলিশ আজ ভোরে আসামির বোনের বাসায় অভিযান মাহাবুব ইসলামকে গ্রেফতার করে। সে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মো. মফিজুল ইসলামের ছেলে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবল হাসনাত খান ওই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,গত ২৫ মে বেলা আড়াটার দিকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে অন্য শিশুদের নিয়ে খেলা করছিল। এসময় কৌশলে শিশু কন্যাকে ওই বিদ্যালয়ের ল্যাট্টিনে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাহাবুল ইসলাম। এতে শিশুটি কান্নাকাটি করলে বখাটে ওই যুবক ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় শিশুটির বাবা ওইদিন সন্ধ্যায় বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামী আত্মগোপনে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here