খবর ৭১: ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইনসহ ছয় দেশের নাগরিকদের কাতারে প্রবেশ করলে ১০ থেকে ১৪ দিন পর্যন্ত থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে, তাও আবার নিজ খরচে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ফুল ডোজ করোনার ভ্যাকসিন নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্যও হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ বিষয়ে এক প্রবাসী বাংলাদেশি বলেন, যারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন দিয়ে এসেছে, তাদের জন্য হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া হলে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আসছি, তাদের জন্য অনেক সুবিধা হতো।
অপর এক প্রবাসী বলেন, অনেকেই দেশ থেকে ভ্যাকসিন নিয়ে আসছে। তাদের জন্য কাতার সরকার যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করত তবে বাংলাদেশিদের খুব উপকার হতো।
ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকায় কাতারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে ২৩ লাখের বেশি ডোজ ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে।