এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা, ৪৫ লাখ যাত্রীর তথ্য খোয়া

0
238

খবর৭১ঃ বড়ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। সাইবার হামলায় হ্যাকাররা গত ১০ বছরের লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য-সহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ‘২০১১ সালের ২৬ আগস্ট থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি করা হয়েছে।

ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে বিশ্বব্যাপী প্রায় ৪৫ লাখ যাত্রী এয়ার ইন্ডিয়ায় যাতায়াত করেছেন। যাদের ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে।

তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে বিমান সংস্থা।

তথ্য চুরি যাওয়ার পর এই বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে তারা। একইসঙ্গে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্যের কোনো ‘অপব্যবহার’ করা হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়া আরও জানায়, ক্রেডিট কার্ডধারীদের সিভিভি বা সিভিসি ডেটা তাদের ডেটাবেসে সংরক্ষণ করা হয় না। তাই হামলাকারীদের পক্ষে তা জানা সম্ভব নয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘সিতা পিএসএস’ (SITA PSS) নামে এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সিস্টেমের ডেটা প্রসেসরটি, সম্প্রতি একটি সাইবার নিরাপত্তা হামলার শিকার হয়েছিল। এই সিতা পিএসএস ডেটা প্রসেসরেই এয়ার ইন্ডিয়ার সমস্ত যাত্রীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং প্রসেস করা হয়।

এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি তারা প্রথম এই তথ্য চুরি সম্পর্কে জানতে পেরেছিল। এরপরই শুরু হয়েছিল কী কী তথ্য চুরি গিয়েছে, তার অনুসন্ধান। ২৫ মার্চ এবং ৫ এপ্রিল এই সংক্রান্ত তথ্যও তাদের হাতে আসে। এরপরই তা প্রকাশ্যে জানানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here