সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সৈয়দপুর প্রেস ক্লাবের স্মারকলিপি

0
380

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার এবং তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সৈয়দপুর প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়।

সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকের নেতৃত্বে ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। এ সময় তারা প্রধানমন্ত্রী বরাবরে দেয়া একটি স্মারকলিপি ইউএনও মো. নাসিম আহমেদের হাতে তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ স্মারকলিপিটি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দকে জানান। এর আগে সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্থা, তার বিরুদ্ধে হয়রানিমূলক বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে সৈয়দপুর প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাব ভবনে আয়োজিত সভায় সিনিয়র সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য বলেন কাজী জাহিদ, নজরুল ইসলাম, নজির হোসেন নজু, তোফাজ্জল হোসেন লুতু, এম ওমর ফারুক, মেহেরুন্নিসা, গোপাল চন্দ্র রায়, আনোয়ার হোসেন প্রামানিক, মিজানুর রহমান মিলন. আখতারুল ইসলাম মৃধা প্রমূখ। এদিকে সকালে সৈয়দপুরের সকল সাংবাদিকদের ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here