বালিয়াডাঈীতে ১৫০ জনকে বয়স্ক ভাতা দিলেন আলী আসলাম জুয়েল

0
388
আশাদুজ্জামান, বালিয়াডাঈী ঠাকুরগাঁও প্রতিনিধি:  ২নং চাড়োল ইউনিয়ন,৩নং ধনতলা ইউনিয়ন ও ৭নং আমজানখোর ইউনিয়নের বয়স্কদের মাঝে,বয়স্ক ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়েছে । সে সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলী আসলাম জুয়েল, চেয়ারম্যান বালিয়াডাঈী উপজেলা পরিষদ। তিনি বলেন, বিভিন্ন উপজেলাতে বয়স্ক ভাতার পেতে টাকা দিতে হয়, আমি যতদিন থাকবো ততদিন আপনারা বয়স্ক ভাতা ফ্রিতে পাবেন।
 উক্ত অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন সমাজ সেবা অফিসার ফেরোজ সরকার ,ইউনিয়ান সমাজ কর্মী জাহাঙ্গীর আলমসহ ভাতাভোগীগন।,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here