রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

0
1027

সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় আক্রোশেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে হেনস্তা, হয়রানি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁকে যারা আটকে রেখে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার। একজন অনুসন্ধানী সংবাদকর্মী হিসেবে দেশে-বিদেশে তাঁর স্বীকৃতি রয়েছে। তার সাথে এমন আচরন কোন ভাবেই সাংবাদিক ও সচেতন মহল মেনে নিবে না। যারা আটকে রেখে হেনস্তা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহসভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন,সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে,সাংবাদিক শ্যামল,জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সমাজকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here