অর্ডার করেছিলেন মাউথওয়াশ, পেলেন রেডমি নোট ১০! তবে আমাজনের রিটার্ন পলিসির কারণে ফোনটি ফেরত দিতে পারেননি তিনি।
বর্তমান যুগে কেনাকাটা হয়ে উঠেছে অনেকটাই অনলাইন নির্ভর। ই-কমার্স সাইটগুলোর রমরমা অবস্থা চোখে পড়ার মত। তবে যত যাইহোক, পরখ করে নেওয়ার তেমন কোনও সুযোগ না থাকায় অনলাইন কেনাকাটায় কিছু ঝুঁকি কিন্তু রয়েই যায়। তবে অনেকক্ষেত্রে বিষয়টি শাপেবর হয়েও যেতে পারে। যেমনটি হয়েছে ভারতের মুম্বাইয়ের লোকেশ দাগা নামে এক ব্যক্তির।
শনিবার (১৫ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল লাগেজ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা লোকেশ দাগা আমাজনে অর্ডার করেছিলেন মাউথওয়াশ। কিন্তু অর্ডার বুঝে নেওয়ার পর দেখলেন, মাউথ ওয়াশতো নয়ই, পেয়ে গেছেন রেডমির নোট ১০ স্মার্টফোন। তিনি জানান, প্যাকেটটির ওপর তার নাম লেখা ছিল। তিনি আমাজন ইন্ডিয়াতে মাউথওয়াশ অর্ডার করেছিলেন। তার বদলে তাকে স্মার্টফোনটি দেওয়া হয়েছে। প্রকৃত মালিকের কাছে স্মার্টফোনটি দেওযার জন্য কর্তৃপক্ষকে মেইলও করেন। তবে আমাজনের রিটার্ন পলিসির কারণে ভোগ্যপণ্য ফেরত দিতে পারেন লোকেশ।