খবর৭১ঃ করোনায় বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে একের পর এক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গত সাত দিনে ২৭ লাখ ২৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া টানা দ্বিতীয় দিন ৪ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দৈনিক শনাক্তে এটিও নতুন বিশ্ব রেকর্ড।
এ নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতে সংক্রমণ এখন ঘনবসতিপূর্ণ শহর ছাড়িয়ে দুর্গম গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার এই দেশে ৭০ শতাংশ মানুষের বসবাস গ্রামে।