তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

0
265

খনর৭১ঃ দেশের উভয় পুঁজিবাজার সবগুলো সূচকের বড় উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেযার ও ইউনিটের দর। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)লেনদেন হয়েছে গত তিন মাসেরও বেশি সময়ে মধ্যে সর্বোচ্চ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪৭৫ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির। দর কমেছে ৮৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩৭ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭৬৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৪৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬ পয়েন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here