মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষকের মৃত্যু

0
386

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আবুল কাসেম (৬৫) নামের এক কৃষক মদন হাসপাতালে মারা গেছেন। রোববার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে কৃষক আবুল কাসেমের সাথে প্রতিবেশি কৃষক আব্দুল লতিফের বাকবিতন্ডার এক
পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক আবুল কাসেম আহত হয়। রোববার সন্ধ্যায় তার স্বজনরা মদন হাসপাতালে তাকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সংঘর্ষে আহত বরাটি গ্রামের কৃষক আবুল কাসেম চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। তার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনার মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here