তাসকিনের জোড়া শিকারে বাংলাদেশ শিবিরে স্বস্তি

0
314

খবর৭১ঃ পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের উইকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়েছে দু’দলের। প্রথমদিনে শ্রীলংকা এগিয়ে গেছে। লঙ্কানদের ব্যাটিং-ই বলে দিয়েছে তাদের লক্ষ্য ৬০০ রান।

প্রথম দিনেই দুই সেঞ্চুরি পেয়েছে দলটি। ভাগ্যিস অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম অধিনায়ক করুণারত্নের উইকেটটি তুলে নিতে পেরেছিলেন। নয়তো দিন শেষে একেবারে শূন্য হাতে ফিরতে হতো বাংলাদেশকে।

আজ দ্বিতীয় দিনে সফল হয়েছেন পেসার তাসকিন আহমেদ। জোড়া শিকার করলেন। অনেকটা স্বস্তি এসেছে বাংলাদেশ শিবিরে। তাসকিনের প্রথম উইকেটটি এ মুহূর্তের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উইকেট। সাজঘরে ফেরালেন সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে।

আগের দিনের ১৩১ রানের পুঁজি নিয়ে নামা থিরিমান্নে ব্যক্তিগত দেড়শতকের দিকে এগুচ্ছিলেন। তাকে ১৪০ – এ থামিয়ে দিলেন তাসকিন।

১০৪তম ওভারে তাসকিনের প্রথম বলটি লেগসাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। যা ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

সমাপ্তি ঘটে ২৯৮ বলে ১৫ বাউন্ডারিতে ১৪০ রানের ইনিংসের।

এর তিন ওভার পরেই থিরিমান্নের আউটের পরে নামা এঞ্জেলা ম্যাথিউসকে বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি তাসকিন।

এবারও তাসকিন-লিটন জুটিতে হেরেছে ব্যাটসম্যান। ১০৮তম ওভারের প্রথম ডেলিভারিটি লেন্থ বল ছিল তাসকিনের। বলটি পুশ করতে পারেননি ম্যাথিউস। তা ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের নাগালে। ক্ষিপ্রতার সঙ্গে তা গ্লাভসবন্দি করেন লিটন।

১৫ বলে ৫ রান করে আউট হলেন ম্যাথিউস।

এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনে প্রথম সেশনের ২ ঘণ্টা শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৩২৭ রান। ১৪৫ বল খেলে ৫৪ রানে অপরাজিত অশোধা ফার্নান্দো। ম্যাথিউসের আউটের পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার ধনঞ্জয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here