ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্টে ১৫টি মামলায় ২২ হাজার টাকার অধিক জরিমানা আদায়

0
333

খবর ৭১:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ১৫ টি মামলায় সর্বমোট ২২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। আজ ২৮শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- বুধবার ডিএনসিসি এলাকার ৪ নম্বর অঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে ৩ টি মামলায় ১৩ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ১২ টি মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২২ হাজার ১০০ টাকা। এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here